কুমিল্লায় সোমবার পাঁচটি এলাকায় অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান; জেলা প্রাশাসনের রাজস্ব সভায় সিদ্ধান্ত
মাইনুল হক: কুমিল্লা জেলা মাসিক রাজস্ব সভা আজ রোববার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ৷ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জজ কোর্টের জিপি তপন বিহারী নাগ, বিভিন্ন উপজেলার ইউএনও ও এসিলেন্ট, সহকারি কমিশনার, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, কুমিল্লা জজ কোর্টের সিনিয়র আইজীবী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা৷
আলোচনা সভায় জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ বলেন, আগামীকাল কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচটি মৌজায় সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় নদ-নদী, খাল, ছড়াসহ অন্যান্য সরকারি জলাধারা তীরবর্তী অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে৷ মৌজা গুলো হল পশ্চিম মাঝিগাছা, পশ্চিম বিষ্ণুপুর, আড়াইওরা, দক্ষিণ রসুলপুর ও উত্তর শ্রীপুর৷
তিনি আরো বলেন, ভূমি অফিসের কোন কর্মকর্তা ও কর্মচারীরা যদি কেউ দুর্নীতি করে তাহলে তাদের বিচার ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ কুমিল্লা জেলায় যারা নদী নালা, খালবিল ও সরকারী সম্পত্তি দখল করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সরকারী সম্পত্তি উদ্ধার করা হবে। এছাড়া ভূমী দস্যূদের বিরুদ্ধেও আইনী ব্যবস্থাও নেওয়া হবে।