কুমিল্লার বরুড়ায় সরকারি গাছ কর্তনের দ্বায়ে জরিমানা ও আটক ১
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বরুড়া উপজেলার শিলমুড়ি (উত্তর) ইউনিয়নের গামারুয়ায় মাহফুজ কর্তৃক সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। গামারুয়া সরকারি খালের পাশে অবস্থিত বরুড়া উপজেলা বন বিভাগের কয়েকটি গাছ কর্তন করে বিক্রয় করে থাকে আয়ান ব্রিক্সসের পরিচালক মাহফুজুর রহমান ও ম্যানেজার আবুল কালাম(৫২)।
সরকারি গাছ কর্তনের বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুল ইসলাম জানান- শুক্রবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর মহোদয়ের নির্দেশনায় গাছ কর্তনের সংবাদ পেয়ে গামারুয়ায় উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদা সুলতানাকে নিয়ে পরিদর্শনে যাই। সেখানে গিয়ে সরকারি খালের পাশে অবস্থিত বন বিভাগের বেশ কয়েকটি গাছ অনুমোদনবিহীন কর্তন করে থাকে আয়ান ব্রিক্সসের পরিচালক মাহফুজ ও ম্যানেজার আবুল কালাম(৫২)। এলাকাবাসীর সহায়তা আবুল কালামকে আটক করতে পারলেও আমাদের উপস্থিতি টের পেয়ে আয়ান ব্রিক্সসের মালিক মাহফুজুর রহমান পালিয়ে যায়। অনুমোদনবিহীন সরকারি গাছ কর্তনের দায়ে মোবাইলকোর্ট আইনের পরিবেশ ও বন সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৭(১)ধারায় আটককৃত ব্যক্তি আবুল কালামকে ৫০,০০০/= টাকা জরিমানা ও অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন-বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা সুলতানা। ঘটনাস্থলে অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন-বরুড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ ও বরুড়া থানার এএসআই আফসার আহম্মেদ সহ অন্যান্যরা।