3977

কুমিল্লায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উদযাপন

মাইনুল হক: ‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ প্রতিপাদ্যকে সামনে রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তৃতীয়বারের মতো আজ ১২ ডিসেম্বর যথাযথ মর্যাদায় কুমিল্লায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উদযাপিত হয়েছে৷

ads

সকাল ১০টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়৷ পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

ads

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ৷

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যাপক বিজয় কৃষ্ণ রায় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তোফায়েল আহমেদ (আইসিটি বিভাগ)৷

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছিলেন৷ আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। ইন্টারনেটের খরচ কমানো হয়েছে, ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে সেবা দেওয়া হচ্ছে৷ হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে৷ গ্রাম পর্যায়ে অপটিক্যাল ফাইবার নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। সবার সচেতনতার মধ্য দিয়েই ডিজিটাল বাংলাদেশ আরও বহুদূর এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, বর্তমানে একটি বড় সমস্যা হচ্ছে ফেসবুকে কিছু আইডি বা কিছু গ্রুপ আছে যেগুলো দেশের বাইরে বা দেশ থেকে নিয়ন্ত্রিত হয়। এগুলোতে প্রায় সময় গুজব ছড়ানো হয়৷ অনেকে আমরা পুরো ব্যাপারটি না বুজে বা বিষয় বস্তুটি না পড়ে শেয়ার দিচ্ছি৷সোশ্যাল মিডিয়ার এ সমস্ত গুজব থেকে সবাইকে সচেতন হতে হবে।

পরে রচনা ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়৷

ad

পাঠকের মতামত