3710

কুমিল্লায় টিসিবির ৪৫ টাকা ধরের পেঁয়াজ পেয়ে খুশি ক্রেতারা

মাইনুল হক: কুমিল্লায় ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি। বুধবার সকাল ১০টা থেকে নগরীর রাজগঞ্জ দুধ বাজার ও নয়াগাঁও এলাকাসহ মোট ২টি স্থানে বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ।

ads

গ্রীণ এন্টার প্রাইজের সত্ত্বাধীকারি আলী আফজাল জানান, আজ প্রতিটি স্থানে ১ হাজার কেজি পর্যন্ত পেঁয়াজ বিক্রির ব্যবস্থা রয়েছে। পরবর্তীতে শনিবার (৭ ডিসেম্বর) থেকে পেঁয়াজ দেওয়া অব্যাহত থাকবে।

গতকালের ন্যায় আজও পেঁয়াজ মাথাপিছু ১ কেজি করে বিক্রি করা হচ্ছে। আজও ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে সাধারণ মানুষের উপচে পড়া ভীড় দেখা গেছে।

ads

ক্রেতা মনিরুল ইসলাম বলেন, অনেকদিন যাবৎ ২০০ টাকা থেকে ২৫০ টাকা কেজি দরে পেঁয়াজ ক্রয় করতে হচ্ছে৷ এতদিন বাসায় ২ কেজির জায়গায় ১ কেজি ব্যবহার করেছি৷ আজ ৪৫ টাকা দরে পেঁয়াজ পেয়ে আমি খুশি৷

উল্লেখ্য, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় টিসিবির পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

ad

পাঠকের মতামত