3411

চান্দিনায় ৩ ইটভাটার জরিমানা আড়াই লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় অভিযান পরিচালনা করে কুমিল্লার চান্দিনা উপজেলায় জিরো আইশ এলাকার মেসার্স এমএবি ব্রিকফিল্ডটি গুড়িয়ে দেয়া হয়। এছাড়া বিভিন্ন এলাকার আরো তিনটি ইটভাটাকে জরিমানা করা হয়।

মঙ্গলবার ( ২৬ নভেম্বর) দুপুর ১ থেকে ৫ টা পর্যন্ত কুমিল্লার চান্দিনার বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
কুমিল্লা জেলা প্রশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
তিনি জানান, চান্দিনার জিরুআইশ এলাকার আলী আশারাফের মালিকানাধীন মের্সাস এম এ ব্রিকস ফিল্ডটি ভেকু দিয়ে ভেঙ্গে ফেলা হয়।
এছাড়া লাইসেন্স ও পরিবেশের ছাড় পত্র না থাকায় জয়নাল আবেদীন ভূইয়ার মালিকানাধীন মেসার্স নিউ রয়েল বিক্সসকে ৫০ হাজার টাকা, জামাল উদ্দিনের মালিকানাধীন মেসার্স জে এম বি ব্রিক্সফিল্ডকে ১লক্ষ টাকা এবং এম এ রাজ্জাকের মালিকানাধীন মেসার্স আর এন এম ব্রিক্স ফিল্ডকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় । কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম,মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত,পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক কামরুজ্জামান সরকার ও কুমিল্লা জেলা ও চান্দিনা থানা পুলিশের সদস্য, চান্দিনা উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত