কুমিল্লায় চার দিনব্যাপি আয়কর মেলার সমাপ্তি
নিজস্ব প্রতিবেদক: বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে উপচেপড়া ভীড়ের মধ্য দিয়ে কুমিল্লায় চার দিনব্যাপী
আয়কর মেলা শেষ হলো রোববার। তবে কর অঞ্চল কুমিল্লার লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ ক’টি উপজেলায় আয়কর মেলা ১৯ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত চলেছে।
এবারের মেলায় সুপরিকল্পিত অগ্রিম প্রস্তুতি, রাজধানী ঢাকার কেন্দ্রীয় মেলার আদলে ৬টি জেলা শহরের যাবতীয় প্রচার ও ব্রান্ডিং, প্রেস ও মিডিয়ার ব্যাপক সম্পৃক্ততার কারণে বিপুল সংখ্যক সেবাগ্রহীতার নিকট অত্যন্ত সুশৃংঙ্খলভাবে মেলার সকল সেবা পৌঁছানো সম্ভব হচ্ছে।
এবারের মেলায় কুমিল্লায় ১২,১৬৭ টি আয়কর রিটার্নের মাধ্যমে ৪,৩৪,৯২,৮১৯/- টাকা কর আদায় হয় এবং ৬টি জেলায় আজ পর্যন্ত ২৭,৩৫৯ টি আয়কর রিটার্নের
মাধ্যমে ৭,৮১,৪২,৮১৮/- টাকা কর আদায় হয়। অত্যন্ত আন্তরিক পরিবেশে সমাগত বিপুল সংখ্যক নবীন ও পুরনো করদাতাদের দ্রুত যথাযথ সেবা প্রদানে কর অঞ্চলের
সকল কর্তকর্তা-কর্মচারী নিরলস পরিশ্রম করছেন। সোনালী, জনতা ও বেসিক ব্যাংকসহ বাংলাদেশ পুলিশ, ফায়ার ব্রিগেড, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক দলসহ সকল গুরুত্বপূর্ণ সংস্থা মেলায় অতি যতনেের সাথে দায়িত্ব পালন
করেন।
মেলা আয়োজনকারী কর অঞ্চল কুমিল্লার কর্তৃপক্ষ আয়কর মেলা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি মেলার পরও ৩০ নভেম্বর পর্যন্ত কর সার্কেলসমূহে নির্বিগ্নে আয়কর রিটার্ন দাখিলে সকলকে একইভাবে সহযোগিতা প্রদান করেই যাবেন।