বানাসুয়া গ্রামের গৃহহীন লিপি রানী’র নতুন ঘরের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ তহবিলের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন সংস্থা (জিইউএস)’র বানাসুয়া (ছোট আটরা) মহিলা কেন্দ্রের গৃহহীন লিপি রানী দাস এর নির্মিত নতুন ঘরের গৃহ প্রবেশ অনুষ্ঠান গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা গৃহায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ ছায়েফ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটিভি নিউজ ২৪ কুমিল্লা’র সম্পাদক সাংবাদিক ওমর ফারুকী তাপস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিইউ্এস’র নির্বাহী পরিচালক এন্ড সিইও সোলতান মোহাম্মদ ইউছুফ। এই অনুষ্ঠানে বানাশুয়া মহিলা কেন্দ্রের ৪০ জন নারী সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আদর্শ সদর শাখার ম্যানেজার মো: মিজানুর রহমান,ঝর্ণা রানী সরকার ও শিউলী চক্রবর্তী। সংস্থার নির্বাহী পরিচালক এন্ড সিইও বলেন, জিইউএস ০৩ জানুয়ারি, ২০১০খ্রি: হতে অদ্যাবধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন তহবিলের আর্থিক সহায়তায় কুমিল্লা সিটি কর্পোরেশনসহ ০৩ টি উপজেলার (আদর্শ সদর, বুড়িচং ও কুমিল্লা সদর দক্ষিণ) ১০টি ইউনিয়নের ৬৭টি গ্রামে ৩৯৬টি গৃহ নির্মাণ করেছে। এর মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮টি এলাকায় ৪৮টি, আদর্শ সদর উপজেলার ৪টি ইউনিয়নের ৩৩টি গ্রামে ২৩৩ টি, বুড়িচং উপজেলার ৫টি ইউনিয়নের ২২টি গ্রামে ১০৯ টি ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ০১টি ইউনিয়নের ৪টি গ্রামে ০৬টি । চলতি মাসের মধ্যে অত্র সংস্থা কর্ম-এলাকায় সুবিধাবঞ্চিত আরও ০২টি গৃহহীন পরিবারের জন্য বাসস্থানের ব্যবস্থা করিবে। প্রতিটি গৃহের বর্তমান মূল্য ৭০ হাজার টাকা। গৃহ ঋণের সকল উপকারভোগীগণ এ ঘর তৈরীর পাশাপাশি মাথাপিছু ০১টি করে স্বাস্থ্যসম্মত পায়খানাও নির্মাণ করেন। ঋণের বার্ষিক সার্ভিস চার্জের হার ৫.৫০%, ঋণ আদায় ও পরিশোধের হার শতভাগ, এই ঋণের মেয়াদকাল ৫ বৎসর, সাপ্তাহিক এবং মোট আদায়যোগ্য কিস্তির সংখ্যা ২৩০টি।