3022

কুমিল্লায় সম্প্রীতি বাংলাদেশ এর ‘সম্প্রীতি সংলাপ’ সেমিনার আনুষ্ঠিত

কুমিল্লা নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে সম্প্রীতি বাংলাদেশের আয়োজনে ‘সম্প্রীতি সংলাপ’ সেমিনার কর্মসূচী আনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৪ টায় নজরুল ইন্সটিটিউট অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ads

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সম্প্রীতি বাংলাদেশ এর আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর।

ads

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সচিব ও সম্প্রীতি বাংলাদেশ’র যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন আহম্মেদ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: হারিছসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. অধ্যাপক বিমান চন্দ্র বড়ূয়া, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, হৃদরোগ বিশেষজ্ঞ কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, কুমিল্লা কান্দির পাড় জামে মসজিদের পেস ইমাম আলহাজ্ব কারী মো: ইব্রাহীম খলিল, নব শালবন বিহারের অধ্যক্ষ শীলভদ্র মহাথেরো, আওয়ার লেডী অফ ফাতিমা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক সিষ্টার গ্রাসিয়া প্রমুখ।

প্রধান অতিথি পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার মূলনীতি যুক্ত করে মূলত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি গড়ে গেছেন। তারই সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। পৃথিবীর সবচেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। যুগ যুগ ধরে এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাতের চেষ্টা করা হয়েছে কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

ad

পাঠকের মতামত