কুবি’তে দিনব্যাপী সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
কুবি প্রতিনিধি: সাংবাদিকদের সবসময় বিনয়ী হতে হবে। সোর্স এর সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে। সাংবাদিকরা হবে মেধাবী এবং উপস্থিত বুদ্ধিসম্পন্ন। সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করার জন্য সাংবাদিকতা বিষয়ক কর্মশালা খুবই জরুরি। সাংবাদিকরা দেশ ও জাতির জন্য অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(কুবিসাস) আয়োজনে দিনব্যাপী ‘ক্যাম্পাস সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’য় বক্তারা এসব কথা বলেন।
শনিবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কক্ষে উদ্বোধন হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে এ কর্মশালা। এতে সংবাদের ধারণা ও কৌশল, ক্যাম্পাস সাংবাদিকতায় প্রতিবন্ধকতা ও কৌশল, টেলিভিশন সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা, ক্যাম্পাস রিপোর্টিং : অ্যাকাডেমিক ও প্রশাসনিক এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার বর্তমান ও ভবিষ্যত বিষয়ক কর্মশালার সেশন অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভুঁইয়া, গণিত বিভাগের প্রভাষক ও জাবিসাসের সাবেক সভাপতি জনি আলম, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার একরামুল হক সায়েম, দৈনিক বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক সাইফ সুজন এবং ঢাকা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার সোহেল মামুন।
কর্মশালার শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ও সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান।