2650

কুমিল্লায় বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য এবং মালামালসহ আটক-৩

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বৌয়ারা বাজার বিওপির টহলদল অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলাধীন সীমান্ত পিলার-২০৮৫/২-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে “দূর্লভপুর” নামক স্থান হতে ভারতীয় ৫১১০ টি ইয়াবা ট্যাবলেট (১৫,৩৩,০০০/-) এবং ০১ টি অটো বাইকসহ (১,৫০,০০/-) ০৩ জন মাদক চোরাকারবারী (১) মোঃ ভোলন মিয়া (২৮), পিতা-মোঃ আব্দুল মান্নান, গ্রাম-দৌলতপুর, পোষ্ট-চাঁপাপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা, (২) মোঃ রুবেল মিয়া (২২), পিতা-মৃত সামছু মিয়া এবং (৩) মোছাঃ নয়ন বেগম (২২), স্বামী-মোঃ রুবেল মিয়া, গ্রাম-নূরপুর, পোষ্ট-মোঘলটুলি, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাকে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১২ বোতল মদ (৪,৮০০/-), ০২ টি বিয়ার ক্যান (৫০০/-), ১৭৬ টি কসমেটিক্স সামগ্রী (৩৭,০৫০/-) এবং ২৬০ টি লেডিস চাঁদর (৭,৮০,০০০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২৫,০৫,৩৫০/- (পঁচিশ লক্ষ পাঁচ হাজার তিনশত পঞ্চাশ) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত