1967

কাভার্ডভ্যানের চালক ও হেলপার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় হাইওয়ে পুলিশের এএসআই আক্তার হোসেনসহ তিনজন নিহতের ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছে। এসময় চালকের সহকারী কাভার্ডভ্যানের হেলপারকে স্বাক্ষী হিসেবে আটক করা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা জেলার দাউদকান্দি টোল প্লাজা থেকে ওই চালককে আটক করা হয়। চালক মো. আলাউদ্দিন (২৫) নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার হাতিয়ালাগো বাড়ী লনুয়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।

কুমিল্লার হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, গত ২ সেপ্টম্বর সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকার বাবুর্চি বাজার এলাকায় চট্টগ্রামগামী দুইটি কাভার্ডভ্যান মধ্যে দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি এ এস আই আক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করছেন। এসময় গ্রেফতারকৃত চালক আলাউদ্দিন আরেকটি কাভার্ডভ্যান নিয়ে এসে পুলিশের ভ্যানে ধাক্কা দেয়। এতে পুলিশের ওই এএসআইসহ তিনজন নিহত হয়। ওই দুর্ঘটনার ঘটনায় বৃহস্পতিবার চালক ও হেলপারকে আটক করা হয়। আটকের পর চালককে পর কাভার্ডভ্যান চালককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ads
ad

পাঠকের মতামত