902

আমরা ভোটের রাজনীতি নয়, জনগণের স্বার্থে রাজনীতি করি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভোটের রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে, এ কথা ভেবে আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতি করি, বাস্তবসম্মত, যুক্তিসংগত বিষয় বিবেচনা করে, জনগণের স্বার্থে।’ গ্যাসের দাম বৃদ্ধিতে জনগণের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে কি না? এর জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

রবিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সেতুমন্ত্রী বলেন, ‘জনগণের স্বার্থ দেখতে কতগুলো বিষয়ে ভারসাম্য রক্ষা করতে হয়। দেশের অর্থনীতির কথাও আমাদের ভাবতে হয়। সবকিছু মিলে দেশ একটা সুষম অবস্থায় আছে।’

ads

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম জোটের ডাকা হরতালের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা শহরে হরতালের কোনো চিহ্ন নেই। যানজট দেখা গেছে। বাস্তবতা বুঝে এ হরতালে জনগণের সাড়া নেই। হরতাল এখন আর গণতান্ত্রিক আন্দোলনের কার্যকর হাতিয়ার নয়, এটা মরিচা ধরে গেছে।’

তিনি আরো বলেন, ‘গ্যাসের দাম সমন্বয় করার জন্য দাম বাড়ানো হয়েছে। দাম বৃদ্ধির পরও ভর্তুকি দিতে হবে। গ্যাসের মূল্যবৃদ্ধি বাস্তবসম্মত।’

ads
ad

পাঠকের মতামত