
রৌদ্রজল সৃষ্টিধারা’র শুভ উদ্বোধন
কুমিল্লায় মননশীল কর্মকান্ড নিয়ে আত্মপ্রকাশ ঘটল রৌদ্রজল সৃষ্টিধারার। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি কর্মকর্তা কবি পিয়াস মজিদ, নজরুল গবেষক ড.আলী হোসেন চৌধুরী, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, সাবেক রোটারেক্ট গভর্নর দিলনাশী মহসিন, বোদ্ধাপাঠক ঠাকুর জিয়া উদ্দিন সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গবেষক ও লেখক এড গোলাম ফারুক।
ads
অনুষ্ঠানে কবিরা কবিতা আবৃত্তি ও বাঁশির সুরে সকলকে প্রানবন্ত করে তুলেন। আলোচনা শেষে অতিথি ও উপস্থিত সদস্যদের মাধ্যমে ফিতা কেটে রৌদ্রজল সৃষ্টিধারা শুভ উদ্বোধন করেন।
ads
সর্বশেষ উপস্থিত সকলের মাঝে রৌদ্রজল সৃষ্টিধারা জলখাবারের আপ্যায়ন করা হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন রৌদ্রজল সৃষ্টিধারা ‘র ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন রাব্বি।