767

কুমিল্লার প্রবাসী মোশাররফ পেলেন মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড

শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শনিবার (২৯ জুন) রাজধানীর হোটেল অর্নেট ইন্টারন্যাশনালে মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড পেয়েছেন আমেরিকা প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার চৌধুরী নেসারুল হক, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, জেনুইন ক্যান্সার হাসপাতালের চেয়ারম্যান ডা. এম এ তাহের জামান, ভাষা সৈনিক রেজাউল করিম, সমাজসেবক মো. গালিব হোসেন, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য মমতাজ হোসেন চৌধুরী, অধ্যক্ষ মো. আলী চৌধুরী মানিক, অ্যাডভোকেট মো. আতিকুর রহমান খান, ড. প্রীতি শর্মা ও কাজী জামালউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা লায়ন মো. মাসুদুর রহমান।

ads

মোশাররফ হোসেন খান চৌধুরী একটি সুস্থ্য ও সুন্দর সমাজ গঠন করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছেন। শিক্ষার পাশাপাশি সমাজ উন্নয়নেও কাজ করে যাচ্ছেন। প্রবাসে থেকেও মোশাররফ হোসেন খান চৌধুরী কুমিল্লায় আবদুর রাজ্জাক খান চৌধুরী উচ্চবিদ্যালয়, আশেদা-জোবেদা ফোরকানিয়া মাদ্রাসা, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, আবদুল মতিন খসরু মহিলা কলেজ ও মুমু রোহান কিন্ডার গার্টেন প্রতিষ্ঠা করেন।

ads
ad

পাঠকের মতামত