588

কুমিল্লায় সাড়ে ১০ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

কুমিল্লায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডে সাড়ে ১০ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা ধরা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয়।

ads

জেলা সদরসহ ১৭টি উপজেলায় ১০ লাখ ৫৬ হাজার ৪০২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা এক লাখ ৩১ হাজার ৫০১ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৯ লাখ ২৪ হাজার ৯০১ জন।

২২ জুন চার হাজার ৬০৮টি অস্থায়ী কেন্দ্র এবং ২০টি স্থায়ী কেন্দ্রসহ মোট চার হাজার ৮৩৫টি কেন্দ্রে দুই জন করে স্বেচ্ছাসেবকের মাধ্যমে টিকা খাওয়ানো হবে।

ads

জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাৎ হোসেন ও মেডিকেল অফিসার ডা. সৌমেন রায়সহ অন্যান্য কর্মকর্তারা।

ad

পাঠকের মতামত