164

দাখিল হলো কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র

স্টাফ রিপোর্ট : আগামী ১৮ জুন কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে আদর্শ সদর উপজেলা পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও একই প্যানেলে ভাইস চেয়ারম্যান পদে তারিকুর রহমান জুয়েল,মহিলা ভাইস-চেয়ারম্যান পদে এড.হোসনেয়া বেগম বকুল মঙ্গলবার বেলা ১২টার দিকে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি অনুসারী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এড. মো. আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান প্রার্থী তারিকুর রহমান জুয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হোসনেয়া বেগম বকুল।

ads

এ তিন জনের নামই দলের তৃণমূলের সমর্থিত প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের সুপারিশসহ কেন্দ্রে পাঠানো হয়েছিল। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাউকে দলীয় মনোনয়ন না দিলেও তারা প্যানেলভুক্ত হয়েই এবার দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

দলীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দলীয় নেতা-কর্মীরা কান্দিরপাড় রামঘাটলাস্থ মহানগর আওয়ামী লীগ কার্য্যলয়ে জমায়েত হয়। বেলা ১২ টা দিকে জেলা প্রশাসক কার্য্যলয়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কায়জার মোহাম্মদ ফারাবী’র নিকট ক্রমান্বয়ে এড. মো. আমিনুল ইসলাম টুটুল,তারিকুর রহমান জুয়েল ও হোসনেয়ারা বেগম বকুল মনোনয়ন পত্র দাখিল করেন।

ads

উল্লেখ্য, গত ৯ মে কুমিল্লা আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলায় ইলেক্ট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। ঘোষিত তফসিলে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল গতকাল ২১ মে, যাচাই বাছাই ২৩ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে এবং ১৮ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ad

পাঠকের মতামত