
বিশ্বকাপ ক্রিকেটে টাইগারদের শুভকামনা জানিয়ে আসিফের গান
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে একটি গান করেছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। ২০০৪ সালে গাওয়া ‘শাবাশ বাংলাদেশ’ শিরোনামের গানটি সেই সময় সারা দেশে আলোড়ন তুলেছিল। সামনে ক্রিকেট বিশ্বকাপ। প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে আবারও ক্রিকেট নিয়ে গান গাইলেন এই সংগীত তারকা। ‘ প্রাণে প্রাণে আওয়াজ তোল’ শিরোনামের এই গানে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পূজা ও ঐশ্বর্য্য। শ্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর ও সংগীত করেছেন এমএমপি রনি। গানটির ভিডিও ধারণও শেষ হয়েছে। পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।
এ ব্যাপারে আসিফ আকবর মন্তব্য এমন, ‘১৫ বছর আগে জাতীয় ক্রিকেট দলকে নিয়ে গান করেছিলাম। দারুণ সাড়া পেয়েছিলাম। সামনে ক্রিকেট বিশ্বকাপ। এমনিতেই বাংলাদেশ ক্রিকেট উন্মাদনায় ভাসছে। এই গানটির কথা ও সুর নতুন মাত্রা দেবে বলে আমার বিশ্বাস।’