ঈদযাত্রা নিরাপদ করতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় দিন-রাত কাজ করেও পাচ্ছেন না বাড়তি পারিশ্রমিক
মারুফ হাসান : ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের বাড়তি চাপ সামালাতে দিতে এবারো দেশব্যাপী অতিরিক্ত ট্রেন সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে। এজন্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় শ্রমিকরা দিনরাত কাজ করে দীর্ঘ দিন পড়ে থাকা অকার্যকর যাত্রীবাহী বগিগুলোকে চলাচল উপযোগী করছেন। তবে শ্রমিকরা অভিযোগ করেন অতিরিক্ত খাটনির জন্য তারা পান না কোনো পারিশ্রমিক।
পশ্চিমাঞ্চলের অতিরিক্ত ট্রেনের বগি যোগান দেয় নীলফামারীর সৈয়দপুর রেল কারখানা। আগামী পহেলা জুনের মধ্যে সৈয়দপুর রেলকারখানার মেরামত করা ৪০টি কোচ সরবরাহ করা হবে পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের কাছে।
প্রায় ৮০ ভাগ নষ্ট হয়ে যাওয়া যাত্রীবাহী কোচগুলোকে মেরামত করে সচল করতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন শ্রমিকরা। ফলে কারখানা শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ।
কর্মরত শ্রমিকরা বলছেন, জনগণের জন্য কাজ করে আনন্দ পাই। তাদের জন্য অতিরিক্ত যতটুকু করা সম্ভব ততটুকুই করে যাচ্ছি। ঈদে ঘরমুখো মানুষ যাতে স্বাচ্ছন্দে বাড়ি ফিড়তে পারে সে বিষয়টিকে সামনে রেখেই দিন-রাত কাজ করে যাচ্ছি।
কিন্তু ৬৫ ভাগেরও কম জনবল নিয়ে চলা এ কারখানায় নির্ধারিত সময়ের বেশি কাজ করলেও শ্রমিকদের দেয়া হচ্ছেনা অতিরিক্ত পারিশ্রমিক। এতে তাদের মধ্যে বিরাজ করছে অসন্তোষ।
শ্রমিকরার বলছেন, বর্তমানে লোকবল ৩০ শতাংশ। ৭০ শতাংশ লোকবল কম রয়েছে। তার পরেও আমরা কাজ করে যাচ্ছি। শ্রম দিতে হচ্ছে কিন্তু ওভারটাইম পাচ্ছি না।
এদিকে বিভিন্ন সীমাবদ্ধতার কথা স্বীকার করে নির্দিষ্ট সময়ের মধ্যে অতিরিক্ত কোচগুলোর কাজ শেষ করার কথা জানান সৈয়দপুর রেলওয়ে কারখানার তত্ত্ববধায়ক মো. জয়দুল ইসলাম। তিনি বলেন, আরো চল্লিশটি কোচের মেরামতের কাজ চলছে। এই চল্লিশটি কোচ ঈদের মাসেই সরবরাহ করার চেষ্টা রয়েছে।