জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসে র্যালী ও আলোচনা সভা
গতকাল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে নগরীর বিভিন্ন শিল্প কারখানার মালিক শ্রমিকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি নগর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিরাপদ কর্মপরিবেশ,টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করা হয়।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কুমিল্লার উপমহাপরিদর্শক প্রকৌশলী এম.এম.মামুন-অর- রশিদ। উপস্থিত ছিলেন উপ-পরিচালক আঞ্চলিক শ্রম দপ্তর কুমিল্লা মোঃ মনিরুজ্জামান প্রমূখ।
ads