101

খেলা নিয়ে মনের আবেগগুলো এখন আর কাজ করে না: মাশরাফি

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ মে ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে মাশরাফির বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিত্ব করবে। গত বিশ্বকাপে এই অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে কোয়ার্টার ফাইনাল খেলে। সেই মাশরাফিই দ্বিতীয়বারের মতো নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশকে। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় দ্বিতীয়বার বিশ্বকাপে নেতৃত্ব দিলেও বিশ্বকাপ নিয়ে কোনো আবেগ কাজ করে না মাশরাফির। তার কারণ ২০১১ বিশ্বকাপে ঘরের মাঠেই খেলতে পারেননি। দর্শক হয়ে থাকতে হয়েছিলো তাকে। এক প্রতিবেদককে দেওয়া সাক্ষাৎকারে নিজের শেষ বিশ্বকাপে খেলতে যাবার আগে বিশ্বকাপ নিয়ে নানান কথা তুলে ধরেন মাশরাফি।

মাশরাফি বলেন, ‘বিশ্বকাপ তো সবসময় স্পেশাল। প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ একটা মঞ্চ। একটা ইনিংস হয়তো আজীবন মানুষের চোখে লেগে থাকবে। এই জায়গা থেকে বিশ্বকাপ অন্যরকম মূল্যায়ণ করা হয়। আমার কাছে বিশ্বকাপ আলাদা করে দেখিনা কারণ হয়তো ২০১১ সালের বিশ্বকাপ খেলতে পারিনি যেটা ঘরের মাঠেই ছিলো, অনেক বেশি আবেগ ছিলো তখন। তারপর থেকে বিশ্বকাপ নিয়ে আবেগটা চলে গেছে হয়তো।’

ads

এবারই প্রথম বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয় দিয়েছে নতুন আশা। দলের প্রতি বিশ্বাস আছে মাশরাফিরও। তবে বাস্তবতাও মনে রাখছেন অধিনায়ক। তিনি বলেন, ‘সব কিছুই সম্ভব। আমদের দলটাও এবার ভালো। তবে এটাও সত্যি কথা অনেক বেশি ভালো ক্রিকেট খেলা লাগবে।’

ads
ad

পাঠকের মতামত