ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু অক্টোবরে
নিউজ ডেস্ক: ক্যালেন্ডারে অক্টোবর মাসের পাতা উল্টানোর দুদিন আগেই মাসের হিসাবে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে গেল।
এইডিস মশাবাহিত এ রোগে অক্টোবরে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৮৬ জন, মৃত্যু হয়েছে ৭৭ জনের। আক্রান্ত ও মৃত্যুর এই হিসাব দশ মাসের মধ্যে সর্বোচ্চ।
এর আগে সেপ্টেম্বরে ৭৬ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। সে মাসে ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে হন।
স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৪ জন রোগী। তাতে এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার ৪২৮ জনে। আর মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৭৫ জনে।
গত এক দিনে মারা যাওয়া দুজনের একজন ঢাকা উত্তর সিটি ও অপরজন ঢাকা দক্ষিণ সিটির হাসপাতালে ভর্তি ছিলেন।
এর আগে অগাস্টে ৩৯, জুলাইয়ে ৪১, জুনে ১৯, মে মাসে তিন, এপ্রিলে সাত, ফেব্রুয়ারিতে তিন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। মার্চ মাসে কেউ মারা যায়নি।
অপরদিকে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১৭৭৩, জুনে ৫৯৫১, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন হাসপাতালে ভর্তি হন। সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং ২৯ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৮৬ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।










