
পিআরসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লায় জামায়াতের স্মারকলিপি প্রদান
নিউজ ডেস্ক: পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী ও জেলা শাখা।
রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা টাউন হল থেকে মিছিল বের করে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে স্মারকলিপি প্রদান করে।এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ জাফর সাদিক চৌধুরী স্মারকলিপি গ্রহন করেন।
স্মারকলিপি পূর্ব সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা-৫ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী ড.মোবারক হোসেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী ও লাকসাম উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ড.সরোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম শহিদ, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহফুজুর রহমান,মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারীর কাউন্সিলর মোশারফ হোসাইন, কামারুজ্জামান সোহেল, উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক লোকমান হাকিম প্রমুখ।