59959

অ্যান্টিট্রাস্ট মামলার রায় পেয়ে ট্রাম্পকে ধন্যবাদ গুগল প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি অ্যান্টিট্রাস্ট মামলার হাত থেকে ‘রেহাই’ পেয়েছে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট, যা ছিল কোম্পানিটির জন্য বড় এক জয়। এ মামলা ‘সমাধানের’ জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন গুগল প্রধান সুন্দার পিচাই।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন বিভিন্ন প্রযুক্তি কোম্পানির নির্বাহীদের সঙ্গে এক নৈশভোজে ট্রাম্পকে ধন্যবাদ জানান পিচাই। এর প্রেক্ষিতে গুগলের সিইও এবং এর সহ-প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিনকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প।

ads

এদিন সন্ধ্যার নৈশভোজে পিচাইয়ের দিকে তাকিয়ে ট্রাম্প বলেছেন, “তোমাদের তো গতকাল খুব ভালো দিন কেটেছে। গতকাল গুগলেরও জন্যও খুব ভালো দিন গিয়েছে। তুমি কি গতদিনের ব্যাপারে আমাদের কিছু বলতে চাও?”

ট্রাম্পের কথার জবাবে পিচাই বলেছেন, “মামলাটি শেষ হয়েছে দেখে আমি খুশি।” পিচাইয়ের এমন সংক্ষিপ্ত ও সোজাসাপ্টা কথায় টেবিলে থাকা অন্য অতিথিরা হেসে ওঠেন বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

ads

পিচাই আরও বলেছেন, “মামলার বিষয়টি ছিল দীর্ঘ এক প্রক্রিয়া। আপনার প্রশাসন যে গঠনমূলক আলোচনায় অংশ নিয়েছে এজন্য আমি কৃতজ্ঞ। আমরা শেষ পর্যন্ত একটা সমাধানে পৌঁছাতে পেরেছি।”

পিচাইয়ের এমন জবাবে ট্রাম্প বলেছেন, “ঠিক বলেছো।”

পিচাই আরও বলেছেন, “এখন এআইয়ের যুগ, যা আমাদের জীবনে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে। এ মুহূর্তটি আমরা আগে দেখিনি, হয়ত পরেও খুব কম দেখব। ফলে আমাদের নিশ্চিত করতে হবে যে, যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে সবার আগে থাকবে এবং আমি মনে করি আপনার প্রশাসন এ ব্যাপারে অনেক বিনিয়োগ করছে।

“এজন্য আপনার নেতৃত্বে তৈরি এআই অ্যাকশন প্ল্যান খুব ভালো একটি শুরু এবং আমরা একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। ধন্যবাদ আপনার নেতৃত্বের জন্য।”

এ সপ্তাহে অ্যালফাবেটের বাজারমূল্যে ২৩ হাজার কোটি ডলার যোগ হয়েছে। ২০২০ সালে মার্কিন বিচার বিভাগের আনা এক ঐতিহাসিক অ্যান্টিট্রাস্ট মামলায় নিজেদের ক্রোম ব্রাউজার বিক্রির ঝুঁকি থেকে রেহাই পেয়েছে কোম্পানিটি।

গেল বছর এ মামলায় আদালত রায় দিয়েছিল, ইন্টারনেট সার্চ বাজারে বেআইনিভাবে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে গুগল। তবে এ সপ্তাহে গুগলের বিরুদ্ধে আনা বিচার বিভাগের প্রস্তাবিত বিভিন্ন শাস্তি বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক অমিত মেহতা। ফলে গুগলের শেয়ারমূল্যও লাফিয়ে লাফিয়ে বেড়েছে বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।

হোয়াইট হাউসে নতুনভাবে সাজানো রোজ গার্ডেনের এ উদ্বোধনী অনুষ্ঠানে দুই ডজনেরও বেশি নামকরা প্রযুক্তি ও ব্যবসা খাতের প্রধানকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

এ অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা প্রধান মার্ক জাকারবার্গ, অ্যাপলের সিইও টিম কুক, সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান।

ad

পাঠকের মতামত