
কুমিল্লায় সামাজিক কর্মকান্ডে যুবদের ভূমিকা শীর্ষক কর্মশালা
নিউজ ডেস্ক: কুমিল্লায় শান্তি-শৃঙ্খলা উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার আয়োজনে যুব ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। কর্মশালায় সভাপতিত্ব করেন কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক শামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নূর আশেক, কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তর ডেপুটি কো অর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম।
কর্মশালায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, উদ্যোক্তা এবং দপ্তরের কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করে।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার তার বক্তব্যে সমাজে শান্তি শৃঙ্খলা উন্নয়ন, সমাজ উন্নয়নে যুবদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন, সমাজ উন্নয়নে সামাজিক সচেতনতা সৃষ্টিকরা সহ নানা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।