58563

রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই

আন্তর্জাতিক ডেস্ক: রুশ-যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা আলোচনা শীঘ্রই অনুষ্ঠিত হতে পারে বলে মঙ্গলবার জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকভ। যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঠিক করা হয়নি, তবে আলোচনাটি ‘খুব শিগগির’ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। রাশিয়ার সোচি শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রিয়াবকভ এ তথ্য জানান।

তিনি বলেন, বিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে দ্বিপক্ষীয় আলোচনার তৃতীয় দফা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখনো তারিখ নির্ধারণ করা হয়নি, তবে আশা করছি আলোচনাটি খুব তাড়াতাড়ি হবে।

ads

রিয়াবকভ আরও বলেন, কিছু অগ্রগতি হলেও এখনও বহু বিষয় আলোচনার তালিকায় রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এসব বিষয়ের কোনোটাই সহজ নয়।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে এবং কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রম উন্নত করার লক্ষ্যে ইস্তান্বুলে দুটি বৈঠক হয়েছে। প্রথমটি গত ২৭ ফেব্রুয়ারি এবং দ্বিতীয়টি ১০ এপ্রিল অনুষ্ঠিত হয়। শেষ বৈঠকে কূটনীতিকদের চলাচল সহজ করা এবং যুক্তরাষ্ট্রে জব্দ হওয়া রুশ কূটনৈতিক সম্পত্তির বিষয়টি সমাধান করার ব্যাপারে দুপক্ষ একমত হয়।

ads

এখন তৃতীয় দফা আলোচনায় এ বিষয়গুলো আরও এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তবে আলোচনা কখন শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়।

ad

পাঠকের মতামত