58554

গাজায় মানবিক সহায়তা বন্ধ ‘লজ্জাজনক কেলেঙ্কারি’: ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক: গাজার দীর্ঘদিনের মানবিক সংকটের মধ্যে সেখানে মানবিক সহায়তা বন্ধ করার ঘটনা আন্তর্জাতিক সমাজে ব্যাপক উদ্বেগ ও নিন্দার জন্ম দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই মানবিক সহায়তা বন্ধকে ‘লজ্জাজনক কেলেঙ্কারি’ ও ‘নিন্দনীয় ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি গাজায় অবিলম্বে মানবিক সহায়তার পথ খুলে দিয়ে যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানান।

মঙ্গলবার (১০ জুন) বার্তাসংস্থা এএফপি থেকে জানা গেছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ গাজার উপর দীর্ঘদিন ধরে চলা অবরোধ ও সেখানে মানবিক সহায়তা বন্ধের বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে দেখছেন। গাজার অবরোধ ও সহায়তা বন্ধের পেছনে চলমান সামরিক সংঘর্ষ ও রাজনৈতিক উত্তেজনা অন্যতম কারণ। এর ফলে গাজার সাধারণ মানুষকে প্রয়োজনীয় খাদ্য, ওষুধ ও অন্যান্য সহায়তা পৌঁছানো বন্ধ হয়ে যাচ্ছে।

ads

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, গাজায় অবিলম্বে মানবিক সহায়তার পথ উন্মুক্ত করতে হবে এবং যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং বলেন, ‘এই মানবিক অবরোধ একেবারে অগ্রহণযোগ্য এবং এটি একটি লজ্জাজনক কেলেঙ্কারি।’ তিনি বিশ্ববাসীকে গাজার মানুষের দুর্দশার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে বলেন।

সোমবার ফ্রান্সের প্যারিসসহ অন্তত ছয়টি শহরে হাজার হাজার মানুষ গাজার জন্য মানবিক সহায়তার পথে বাধা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেন। এই বিক্ষোভগুলো বামপন্থি রাজনৈতিক দলগুলো আহ্বান করে। বিশেষ করে ফ্রান্স অনবোউড (এলএফআই) দলের নেতা জ্যঁ-লুক মেলঁশঁ এই ঘটনাকে ‘সমুদ্র দস্যুতা’ বলে অভিহিত করেছেন।

ads

এর আগে ইসরাইলি সেনাবাহিনী গাজামুখী একটি নৌকা আটকে দেয়, যেটিতে জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ মোট ১২ জন অধিকারকর্মী ছিলেন। তারা গাজায় মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিলেন। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দাবি করেন, নৌকাটিতে থাকা ছয়জন ফরাসি নাগরিককে অবিলম্বে মুক্তি দিয়ে ফ্রান্সে ফিরিয়ে আনতে হবে। তাঁর কার্যালয় জানায়, ফ্রান্স সরকার সব সময় তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ। ম্যাক্রোঁ আরও বলেন, ইসরাইল সরকারের উচিত এই অধিকারকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা। তথ্যসূত্র: এএফপি

ad

পাঠকের মতামত