
বরুড়ায় মুন্সি আব্দুর রশিদ-জমিলা খাতুন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে লেপ বিতরণ
নিউজ ডেস্ক: কুমিল্লার বরুড়ায় মুন্সি আব্দুর রশিদ-জমিলা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বরুড়ার খোশবাস উত্তর ইউনিয়নের সুবিধাবঞ্চিত ২০ টি পরিবারের মাঝে লেপ বিতরণ করা হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৩ টায় মুন্সি আব্দুর রশিদ– জমিলা খাতুন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের কার্যালয়ে গোলাম মোস্তফা ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া, খোশবাস ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার শামছুল হক, খোশবাস বার্তা’র সম্পাদক মো. ইউনুছ, খোশবাস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সামছুল আবেদীন মাহতাব, বরুড়া পৌর বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল আলম পাটোয়ারী, মুন্সি আব্দুর-রশিদ জমিলা খাতুন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন নিপু প্রমুখ।
অস্ট্রেলিয়ার বায়োটেকনোলজিস্ট ড. সুলতানা পারভীর এর সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানটি প্রতি বছর হয়ে থাকে।