55029

কুমিল্লায় ৫৪ লাখ টাকার মাদকদ্রব্য আটক

নিউজ ডেস্ক: কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৫৪ লাখ টাকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন ১০ বিজিবি।

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মেজর আরাফাত হোসেন অনি বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ads

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কুমিল্লা ব্যাটালিয়ন এর অধীনস্থ গোলাবাড়ী পোস্ট এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি টহল দল দুটি পৃথক স্থান থেকে মোট ৯৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। আটককৃত ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।

এছাড়া, পৃথক অভিযানে পাঁচথুবি এলাকায় সীমান্ত মেইন পিলার ২০৮০ হতে ২ কিলোমিটার ভেতরে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে। আটককৃত ট্যাবলেটের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

ads
ad

পাঠকের মতামত