54991

কুবি প্রেস ক্লাবের সভাপতি রিফাত, সা: সম্পাদক জাভেদ

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আছেন চ্যানেল-২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমতিয়াজ হাসান রিফাত ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাভেদ রায়হান।

বুধবার (২৭ নভেম্বর) সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের, উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব নাহিদ ইকবাল, সদ্য সাবেক সভাপতি ইকবাল হাসান এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক কাতিব হাসান মুরাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।

ads

এর আগে নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক কাতিব হাসান মুরাদের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এই কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন রাইজিং বিডির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন দৈনিক আমাদের সময়ের অনন মজুমদার, অর্থ সম্পাদক হিসেবে আছেন দৈনিক সকালের সময়ের তামিম মিয়া, দপ্তর সম্পাদক হিসেবে আছেন দৈনিক আজকের পত্রিকার আতিকুর রহমান তনয়, তথ্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে আছেন দৈনিক স্বদেশ বিচিত্রার ফাতেমা রহিম রিন্স। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন দৈনিক বর্তমানের মারিয়াম আক্তার শিল্পী ও বার্তা বাজারের আব্দুল্লাহ।

ads

নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. আবদুল্লাহ আল মাহবুব বলেন, “সব সংবাদই সংবাদ নয়, সংবাদের গুরুত্বের একটি বিষয় আছে। সাংবাদিকতা অনেক শক্তিশালী একটি জায়গা। যেহেতু আপনাদের কাছে সমাজের সমস্যাগুলো দেশের সামনে তুলে ধরার সুযোগ আছে সেহেতু আপনাদের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হতে হবে, নৈতিকতা ঠিক রেখে আপনাদের কাজ করতে হবে। আপনারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দুর্বলতা দেখিয়ে দিবেন। আপনাদের নিউজগুলো যেনো প্রশাসনের জন্য শক্তিশালী মেসেজ হয়। কথায় আছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেস্পন্সিবিলিটি। যারা নতুন দায়িত্ব পাচ্ছেন সামনে তারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলে আশা রাখি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, ‘সংবাদপত্র হলো সমাজের দর্পন। সাংবাদিকদের প্রতি অনুরোধ থাকবে সব সময় সত্যের পথে থাকবা। এই সত্য প্রকাশ করতে গিয়ে যত ঝুঁকি আসুক না কেন তোমারা সত্যের পথে অবিচল থাকবা। তোমাদের লেখা প্রতিটি শব্দ অনেক বেশি শক্তিশালী। সুতরাং তোমাদের লেখনীর মাধ্যমেই যেন সমাজের সকল অসংগতি, ভালো, মন্দ উঠে আসে।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ সোলায়মান বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ পথচলায় নিসন্দেহে অনেকের অবদান রয়েছে। শুরুর দিকে আমাদের কোনো সাংবাদিক সংগঠন ছিল না। আগে কোনো প্রোগ্রাম কাভারেজ করার জন্য শহরের সাংবাদিকদের নিমন্ত্রণ করা হতো। কিন্তু এখন আমাদের বিশ্ববিদ্যালয়েই সাংবাদিক রয়েছে। যা আমাদেরকে পুরো বিশ্বে ব্রান্ডিং করছে।’

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সহযোগী সংগঠনগুলো ভূমিকা পালন করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় সাংবাদিক বন্ধুরা ভালো ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘বর্তমান যুগকে ইনফরমেশন যুগ বলে। একটি সমাজে যে তিনটি সূচক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা হলো শিক্ষক, সাংবাদিক এবং প্রযুক্তি। শিক্ষকরা ছাত্রদের ইনফরমেশন দেয় আর সাংবাদিকরা দেয় সমাজকে। সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ হচ্ছে কি-না বা সত্য আড়াল হচ্ছে কি-না এটা খেয়াল রাখতে হবে সাংবাদিকদের।সাংবাদিকরা একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সাংবাদিকদের উচিত নৈতিকতার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করা।’

প্রেস ক্লাবের সদ্য সাবেক সভাপতি ইকবাল হাসান বলেন, ‘নতুন যারা কমিটিতে এসেছে তাদেরকে অভিনন্দন। আমাদের যারা ভরসা করে দায়িত্ব দিয়ে গিয়েছিল, আমরা চেষ্টা করেছি আমাদের দায়িত্ব পালন করার। আপনাদেরকে আমরা দায়িত্ব দিয়ে গেলাম, আপনার সেই ভরসাটুকু রাখবেন বলে বিশ্বাস রাখি।’

তিনি আরো বলেন, ‘সাংবাদিকদের যৌক্তিক প্রশ্ন করার দক্ষতা অর্জন করতে হবে। তার জন্য তাদের পড়াশোনা করতে হবে এবং সাংবাদিকতার জ্ঞান অর্জন করতে হবে। নতুন দায়িত্বপ্রাপ্তরা প্রচুর পড়াশোনার সাথে প্রচুর প্রশ্ন করা অব্যাহত রাখুন।’

এছাড়া নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এন এম শরীফুল করিম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ, আইন বিভাগের বিভাগীয় প্রধান মু. আলী মুর্শেদ কাজেম সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সদস্য ও কুমিল্লা জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায়, টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা।

ad

পাঠকের মতামত