54952

রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ক্যালিন জর্জেস্কুর অপ্রত্যাশিত সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক: রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অভাবনীয় ফলাফলে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর কঠোর সমালোচক ক্যালিন জর্জেস্কু অপ্রত্যাশিতভাবে প্রথম রাউন্ডে এগিয়ে গেছেন।এই ফলাফল দেশটির প্রো-পশ্চিম নীতির ওপর একটি বড় প্রশ্নচিহ্ন ফেলেছে।

রবিবার (২৪নভেম্বর) প্রথম রাউন্ডের ভোট গণনায় ৯৮ শতাংশ ব্যালট গণনা সম্পন্ন হওয়ার পর দেখা যায়,জর্জেস্কু ২৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে।কেন্দ্রীয় নির্বাচন ব্যুরোর আংশিক ফলাফল অনুসারে,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেন্দ্র-বাম প্রধানমন্ত্রী মার্সেল চিওলাকু ২০ শতাংশ ভোট পেয়েছেন।দ্বিতীয় রাউন্ডে এই দুই প্রার্থী মুখোমুখি হবেন আগামী ৮ ডিসেম্বর।

ads

৬২ বছর বয়সী জর্জেস্কু রাজনীতিতে কম পরিচিত একজন প্রার্থী।তিনি ১৯৯০-এর দশকে পরিবেশ মন্ত্রণালয়ে কিছু পদে কাজ করেছেন,তবে নির্বাচনের আগে জনমত জরিপে তার সমর্থন মাত্র ৫ শতাংশ ছিল।তিনি মূলধারার গণমাধ্যম থেকে দূরে থেকে টিকটকের মতো সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজের প্রচারণা চালিয়েছেন।

এই নির্বাচনে মূল ইস্যু ছিল অর্থনীতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়।তবে জর্জেস্কু তার প্রচারণায় ন্যাটো এবং ইউক্রেনকে সমর্থনের বিপক্ষে বক্তব্য রেখে ভোটারদের আকৃষ্ট করেছেন।তিনি ইউক্রেনের প্রতি সাহায্য বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং রোমানিয়ায় ন্যাটোর মিসাইল ডিফেন্স স্টেশনকে সমালোচনা করেছেন।

ads

জর্জেস্কুর কিছু মতামত বিতর্ক সৃষ্টি করেছে,বিশেষ করে রোমানিয়ার ইতিহাস নিয়ে তার মন্তব্য।তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের নেতা আয়ন আন্তোনেস্কুকে জাতীয় নায়ক হিসেবে উল্লেখ করেছেন,যিনি অ্যাডলফ হিটলারের মিত্র ছিলেন।

এই নির্বাচনের ফলাফল রোমানিয়ার রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। দ্বিতীয় রাউন্ডের লড়াই প্রমাণ করবে দেশটি কোন পথে এগোবে – প্রো-পশ্চিম নীতির ধারায়, নাকি জর্জেস্কুর প্রস্তাবিত নতুন পথে। তথ্যসূত্র : আল-জাজিরা

ad

পাঠকের মতামত