উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ইয়ামান্দু অর্সি
আন্তর্জাতিক ডেস্ক: উরুগুয়েতে (২৪ নভেম্বর) অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় বামপন্থী ব্রড ফ্রন্ট (ফ্রেন্টে অ্যামপ্লিও) জোটের প্রার্থী ইয়ামান্দু অর্সি বিজয়ী হয়েছেন।এটি ছিল একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন,যেখানে অর্সি বর্তমান শাসক দল ন্যাশনাল পার্টির প্রার্থী আলভারো ডেলগাডোকে পরাজিত করেন।
এই নির্বাচনের মূল কারণ ছিল উরুগুয়ের নাগরিকদের একটি নতুন নেতৃত্বের প্রতি আগ্রহ তৈরি,কারণ বর্তমান প্রেসিডেন্ট লুইস ল্যাকালে পো-এর দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে নির্বাচনের সুযোগ নেই।দ্বিতীয় দফার নির্বাচনের আগে জনমত জরিপগুলো দুই প্রার্থীর সমান জনপ্রিয়তা দেখিয়েছিল।
অর্সির বিজয় উরুগুয়ের রাজনীতিতে ব্রড ফ্রন্ট আবার ক্ষমতায় এলো।২০০৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ব্রড ফ্রন্টের অধীনে দেশ পরিচালিত ছিল কিন্তু ২০১৯ সালের নির্বাচনে ল্যাকালে পো-এর নেতৃত্বাধীন ডানপন্থী জোট এই ধারা ভেঙে দেয়।প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ২৭ অক্টোবর অর্সি ৪৪ শতাংশ ভোট পেয়েছিলেন কিন্ত ডেলগাডো পেয়েছিলেন ২৭ শতাংশ।
নির্বাচনের পরপরই ডেলগাডো তার পরাজয় স্বীকার করে নেন এবং বলেন,”উরুগুয়ের জনগণ আজ তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করেছেন।আমি ইয়ামান্দু অর্সিকে শুভেচ্ছা জানাই।”ইয়ামান্দু অর্সি,একজন প্রাক্তন ইতিহাস শিক্ষক এবং কানেলোনেস অঞ্চলের সাবেক মেয়র,তার প্রচারণায় দেশটির অর্থনীতি,নিরাপত্তা ও সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
ইয়ামান্দুর কর্মসূচির মধ্যে ছিল নিম্ন আয়ের কর্মীদের বেতন বৃদ্ধি, শিশুদের প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ এবং তরুণদের জন্য কর্মসংস্থান প্রকল্প।অর্সির এই জয় উরুগুয়ের জন্য নতুন এক সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে।তিনি বলেন,”স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের দেশ আবারও বিজয় অর্জন করেছে।” তথ্যসূত্র : আল-জাজিরা