54410

স্বাধীনতার ৫৩ বছর পরেও দেশের মানুষের স্বপ্ন এবং স্বাদ পূরণ হয়নি

নিউজ ডেস্ক: স্বাধীনতার ৫৩ বছর পরেও দেশের মানুষের স্বপ্ন এবং স্বাদ পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।

সোমবার (২১ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাকের পার্টির ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

ads

তিনি বলেন, দেশের মানুষের স্বপ্ন এবং স্বাদ খুবই ছোট। কিন্তু স্বাধীনতার ৫৩ বছর পরেও মানুষের সেই স্বপ্ন এবং স্বাদ আজও পূর্ণ হয়নি। এদেশের মানুষ অল্পতেই তুষ্ট। মানুষের স্বপ্ন এবং স্বাদ হচ্ছে, যার যা কিছু আছে তা নিয়েই সুখে-স্বপ্নে থাকবে, দুবেলা দুমুঠো খাবার, সন্তানের নিশ্চিত ভবিষ্যৎ, পরিবারের নিরাপত্তার সুনিশ্চিত ভবিষ্যৎ থাকবে। যে যার মত স্বাধীনভাবে কথা বলতে পারবে, কারো ভ্রুকুটি-চোখরাঙ্গানি, পেশি শক্তির আস্পালন, বাকস্বাধীনতাকে ক্ষুন্ন এবং কারো থাবার আঁচড়ে রক্তাত্ব করবে না। একটি অংশগ্রহণ মূলক উৎসবমুখর, প্রাণ স্পন্দনে ভরপুর ও নিরপেক্ষ মুক্তস্বাধীন জাতীয় সংসদ নির্বাচন। অত্যান্ত দুঃখ ও পরিতাপের বিষয় ৫৩ বছরে কখনই জনগণের চাওয়া-প্রত্যাশা, শখের, আহাল্লাদের একটিও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। জুলাই বিপ্লব আমাদের সেই সুযোগ তৈরি করে দিয়েছে।

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, জাকের পার্টি চলমান পরিস্থিতিতে বিরাজমান ঐতিহাসিক গুরুত্ব এবং তাৎপর্যের গভীরতম পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর উপর গভীর আস্থা রেখে তাদের প্রতি সৌহাদ্য সম্প্রীতি ভালোবাসা রাখে এবং একই সাথে ইসলামী রাজনীতি দলগুলোর উপরও আস্থা রাখে। সৌহার্দ্য সম্প্রীতি ভ্রাতৃত্বের বন্ধনে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।

ads

কুমিল্লা মহানগর জাকের পার্টির সভাপতি ফতেহ আলী মেম্বারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির সভাপতি এডভোকেট আবুল হোসেন মজুমদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক মহাসচিব এজাজুর রসুল, অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষক মহীউদ্দীন, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ: রশিদ, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাদপুরী, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।

এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর জাকের পার্টি ও সহযোগী সংগঠন, ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত