প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিউজ ডেস্ক: কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে ২০২৪ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় বি এ মুসলিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি পবিত্র কুরআন তেলাওয়াত এবং হামদ নাত গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণ সংগঠনটি বড়দৈল, গুনানন্দী, আনন্দ সার, রাজেন্দ্রপুর, সাহেবনগর, কৃষ্ণপুর, আলালপুর, বিষ্ণুপুর ৮ টি গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত।
বারডেম হাসপাতালের সাবেক এন্ডোক্রিনোলজি বিভাগের কনসালটেন্ট ডাঃ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ডাঃ শাহ মোহাম্মদ সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজ সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসাইন ভূঁঞা, কুমিল্লা কিউ আর বিল্ডার্স এর প্রজেক্ট ইন্জিনিয়ার মোঃ খোরশেদ আলম। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ এ এম আনিছুর রহমান, বারডেম হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সিলভিয়া রশিদ সুরভি, মার্ন স্টীল স্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার আব্দুর রহিম, কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড অবসরপ্রাপ্ত সচিব অবসরপ্রাপ্ত সচিব মোঃ শরাফত আলী, বোরহান উদ্দিন ভূঁইয়া, ডাঃ লিলি , প্রবীণ শিক্ষক জাহাঙ্গীর আলম মাস্টার। সাংবাদিক রাশেদুল হক রিয়াদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডাঃ রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য মাসুদ পারভেজ মামুন, প্রতিষ্ঠাতা জাকির হোসেন প্রবাসী, মোঃ হোসেন, আব্দুল হালিম মুকুল, মোঃ রমিজ, গাজী মোঃ জাকির হোসেন, আবুল বাশার, আবুল বাশার ভূঁইয়া প্রমুখ।