নবীরা বলে গেছেন, মধ্যপ্রাচ্য থেকেই পৃথিবী ধ্বংস হবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পডকাস্টার জো রোগানের সঙ্গে তিন ঘণ্টার এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। এ সাক্ষাৎকার ইউটিউবে পোস্ট করার একদিনের মধ্যেই ২ কোটি ২০ লাখের বেশি বার দেখা হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প আমেরিকার অতীত, ভবিষ্যৎ ও বিশ্ব নিয়ে নানা ধারণা ও ভবিষ্যদ্বাণী তুলে ধরেছেন। এ সময় পৃথিবীর পরিণতির কথা বলতে গিয়ে তিনি নবী-রসুলদের বলে যাওয়া কথার উদাহরণ টেনেছেন।
পুরো যুদ্ধে বাইডেনের কথা না শোনার জন্য ইসরায়েলের প্রশংসাও করেন ট্রাম্প। বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেন, বাইডেন ইসরায়েলকে (যুদ্ধের সময়) কিছু না করতে বলেছেন।
তিনি বলেন, আমি মনে করি, তারা (ইসরায়েল) যদি বাইডেনের কথা শোনে, তাহলে তারা এখনো তাদের মাথার ওপর বোমা পড়ার অপেক্ষায় থাকত।
মধ্যপ্রাচ্যে পৃথিবী ধ্বংসের পথ
সাক্ষাৎকারে ট্রাম্প সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলেন। এই অঞ্চল সম্পর্কে নবীরা যা বলেছেন, তা তিনি বিশ্বাস করেন বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্য এমন একটি স্থান হবে, যেখানে ‘বিশ্ব শেষ হয়ে যাবে’।
পডকাস্টার জো রোগানের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন এমন কিছু নবী আছেন যারা বলে গেছেন, মধ্যপ্রাচ্যে পৃথিবী শেষ হয়ে যাবে। তুমি সেটা জানো, তাই না?’
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পডকাস্টার রোগান এর আগে ট্রাম্পের সাক্ষাৎকার প্রত্যাখ্যান করেছিলেন এবং তাকে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ বলে অভিহিত করেছিলেন। তবে সম্প্রতি রোগান জানান, গত জুলাইয়ে পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্পকে হত্যাচেষ্টার পর তিনি তার মত বদলান। ট্রাম্পকে রোগান বলেন, ‘যখন তারা আপনাকে গুলি করে, তখন আমার মনে হয়েছিল, আপনাকে এখানে আসতে হবে।’
তথ্যসূত্র: জেরুজালেম পোস্ট