54197

অকালে চলে গেলেন মরক্কোর মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক: বয়স হয়েছিল মাত্র ৩৫। এ বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন মরক্কোর সাবেক মার্শেই মিডফিল্ডার আবেদলআজিজ বারাদা।

বারাদার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে মরক্কোর এক সংবাদমাধ্যম জানিয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

ads

২০২১ সালে ক্যারিয়ারের ইতি টানেন বারাদা। মরক্কোর হয়ে ২৬ ম্যাচ খেলে ৪ গোল করেছেন তিনি। খেলেছেন ২০১২ লন্ডন অলিম্পিক গেমসেও। জাতীয় দলের জার্সিতে তাঁকে শেষবার দেখা গিয়েছিল ২০১৫ সালে।

বারাদার অকাল মৃত্যুতে সামাজিক যোগযোগ মাধ্যমে শোক জানিয়েছে মরোক্কান ফুটবল ফেডারেশন। জানিয়েছে, বারাদার মৃত্যু ‘বড় ক্ষতি।’

ads

ফরাসি ক্লাব মার্শেইয়ে হয়ে ২০১৪-১৬ পর্যন্ত খেলেছেন বারাদা। তার আগে স্প্যানিশ ক্লাব হেতাফেতে খেলেছেন ২০১১-১৩ পর্যন্ত।

ad

পাঠকের মতামত