
বিশ্ব শিক্ষক দিবসে কুমিল্লায় ১৩ শিক্ষক দম্পতি কে সম্মাননা
নিউজ ডেস্ক: “শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার”- এই শ্লোগান নিয়ে কুমিল্লা গণিত ক্লাবের উদ্যোগে গতকাল শনিবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ১৩ শিক্ষক দম্পতি কে সম্মাননা দেওয়া হয়েছে। বিকেল তিনটায় কুমিল্লা আইডিয়াল কলেজে ওই অনুষ্ঠান হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দিলনাশি মোহসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মো গোলাম সোহরাব হাসান, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক ( মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো আবদুল হাফিজ। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো মহিউদ্দিন লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা গণিত ক্লাবের সমন্বয়ক গাজীউল হক সোহাগ।
সম্মাননাপ্রাপ্ত ১৩ শিক্ষক দম্পতি হলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মৃনাল কান্তি গোস্বামী ও কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্তী, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন ও নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহের সুলতানা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফারুক সরকার ও একই কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জুবাইয়া নূর খান, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নিখিল চন্দ্র রায় ও কুমিল্লা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুদিপ্তা রাণী রায়, পয়ালগাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবুল কালাম আজাদ ও কুমিল্লা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ফেরদৌসী আকতার, কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মো মফিজুল ইসলাম ও ইস্টার্ন মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা শামীমা আক্তার রেখা, কুমিল্লার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো শরিফুল ইসলাম ও কাশিনগর ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন সুলতানা, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক ( উচ্চমাধ্যমিক মোহাম্মদ হাবিবুর রহমান ও পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোসাম্মদ আফরোজা খানম, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন সরণ ও ময়নামতি ইংলিশ স্কুল ও কলেজের সহকারী শিক্ষক মাহফুজা বেগম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া ও ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের প্রভাষক মমতা আক্তার, চান্দিনা উপজেলার কুটুম্বপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো কামরুল কবির ও কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরী হাইস্কুলের সহকারী শিক্ষক সেলিনা পারভীন, কুমিল্লা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জিয়াউল হক ও গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগম, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু নোমান মো সাইফুল ইসলাম ও বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহানারা রুবি।
প্রতিবছর কুমিল্লা গণিত ক্লাব দিবসটি উপলক্ষে শিক্ষক সম্মাননা দিয়ে আসছে।
অনুষ্ঠানে কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষকদের হয়রানি বন্ধ করতে হবে। কাউকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা যাবে না। যাঁদের করা হয়েছে তাঁদের কর্মস্থলে ফিরিয়ে আনতে হবে। যাঁরা অন্যায় করেছেন তাঁদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। কোন শিক্ষকের উপর যুলুম করা যাবে না।