53468

ফ্রান্সকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী গ্রিজমান

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক অঁতোয়ান গ্রিজমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার এই ঘোষণা দেন ৩৩ বছর বয়সী এই অ্যাটাকিং বিডফিল্ডার।

ads

‘ভরপুর স্মৃতি নিয়ে আমি আমার জীবনের এই অধ্যায়টি শেষ করছি। দুর্দান্ত এই তিনরঙা অভিযানের জন্য ধন্যবাদ। আবার দেখা হবে।’

২০১৪ সালে জাতীয় দলে অভিষেক হয় গ্রিজমানের। ২০১৭ সাল থেকে চলতি বছর মার্চের আগপর্যন্ত তাঁকে ছাড়া কখনো মাঠে নামেনি ফ্রান্স। এর মধ্যে গড়েছিলেন টানা ৮৪ আন্তর্জাতিক ম্যাচ খেলার দুর্দান্ত এক বিশ্ব রেকর্ড। গত এক দশকে ফ্রান্স দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি।

ads

সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতিতে গ্রিজমানকে ধন্যাবাদ জানিয়েছে ফ্রান্স ফুটবলও (এফএফএফ)।

‘১০ বছরের নিবেদন ও আনুগত্যের পর গ্রিজি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছে। নিখুঁত হওয়ার জন্য ধন্যবাদ, প্যাশনের জন্য ধন্যবাদ এবং স্মৃতিগুলোর জন্যও ধন্যবাদ।’

ফ্রান্সের হয়ে ১৩৭ ম্যাচে ৪৪ গোল করেছেন গ্রিজমান। ম্যাচ ও গোল, দুটিই দেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ। জাতীয় দলের জার্সিতে ২০১৮ বিশ্বকাপের পাশাপাশি জিতেছেন এবং ২০২০-২১ মৌসুমের উয়েফা নেশনস লিগও। ২০২২ সালেও ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন গ্রিজমান। তবে শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে যায় ফরাসিরা। ২০১৬ সালের ইউরোতে রানার্সআপ হওয়া ফরাসি দলের সদস্য ছিলেন আতলেতিকো মাদ্রিদের এই তারকা।

এ মাসেই বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে পাওয়া জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন গ্রিজমান। এটিই হয়ে রইল তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

ad

পাঠকের মতামত