53514

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

নিউজ ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবুড়িয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৪০টি পরিবারকে সহায়তা করেছে সেনাবাহিনী। ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।

আজ মঙ্গলবার সকালে গোমতী নদীর ভাঙন এলাকায় বেড়িবাঁধে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়।

ads

এর আগে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুরবুড়িয়া এলাকায় পরিদর্শন করেন। এরপর অসহায়দের মাঝে নগদ অর্থ ও টিন প্রদান করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত