53456

বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের তালিকার শীর্ষে উঠেছে কুয়েত। সম্প্রতি মার্কিন পোলিং সংস্থা গ্যালাপের ‘গ্লোবাল সেফটি রিপোর্টে’ এ তথ্য উঠে এসেছে।

‘নিজেদের শহর বা আবাসিক এলাকায় রাতে হাঁটতে কেমন নিরাপদবোধ করেন?’- এমন প্রশ্ন বিশ্বের ১৪০টি দেশের প্রাপ্তবয়স্কদের করেছিল মার্কিন পোলিং সংস্থা গ্যালাপ। এ প্রশ্নের উত্তরের ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর রিপোর্ট প্রকাশ করা হয়।

ads

ওই রিপোর্ট অনুসারে, আইনশৃঙ্খলা সূচকে ১০০ স্কোরের মধ্যে সর্বোচ্চ ৯৯ পেয়ে জননিরাপত্তার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের শীর্ষে রয়েছে কুয়েত। দেশটির ৯৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা নিজেদের শহর বা আবাসিক এলাকায় রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন।

দেশটিতে সচরাচর চুরি, ডাকাতি, ছিনতাই, কিংবা পকেটমারের ঘটনা তুলনামূলক খুবই কম বলে মনে করেন প্রবাসীরাও। দিনে-রাতে চলাচলের ক্ষেত্রে নিরাপত্তার দিক থেকে প্রবাসীরা কুয়েতকে প্রথম সারিতেই রেখেছেন।

ads

অন্যদিকে ৯৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। আর সবচেয়ে কম স্কোর পেয়ে তলানিতে রয়েছে ইকুয়েডর। আইনশৃঙ্খলা সূচকে দেশটির স্কোর মাত্র ৭ শতাংশ।

ad

পাঠকের মতামত