53386

স্বাস্থ্য খাতের উন্নয়নে এবি পার্টির ৬ দাবি

নিউজ ডেস্ক: স্বাস্থ খাতের উন্নয়নে ছয়টি দাবি তুলে ধরেছে এবি পার্টি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে ‘স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি, অসহনীয় নৈরাজ্য, বদলি ও নিয়োগ বাণিজ্য বন্ধ করা ও ঘুনে ধরা স্বাস্থ্যসেবা পদ্ধতি সংস্কার’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার দাবিগুলো তুলে ধরেন।

ads

এগুলো হচ্ছে— জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশন গঠন, জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, জনস্বাস্থ্য ও প্রাইমারি হেলথ কেয়ারকে সর্বাধিক গুরুত্ব, স্বাস্থ্যশিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থী-চিকিৎসকদের ও ইন্টার্নদের সম্মানজনক ভাতা প্রদান ও রেফারেল সিস্টেম চালু করা।

এ সময় স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে কথা বলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক উপদেষ্টা ডা. মোজাহেরুল হক ও গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শওকত আরমান।

ads

এবি পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান।

ad

পাঠকের মতামত