53291

সৌদি আরবে বিশ্বকাপ ফুটবল হবে রোমাঞ্চকর

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সর্বশেষ আসরের আয়োজক ছিল কাতার। প্রতিবেশী দেশের বিশ্বকাপের আয়োজনের পর সৌদি আরবও চেষ্টা করছে ফুটবল মহাযজ্ঞের আয়োজক হতে। ২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজক হতে অনেক দূর এগিয়ে গেছে সৌদি আরব। আয়োজক হওয়ার টার্গেটে সৌদি ফুটবল ফেডারেশন দেশটির ঘরোয়া লিগকে ঢেলে সাজাচ্ছে।

ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারসহ বিশ্বের তারকা ফুটবলারদের ভেড়াচ্ছে দলগুলো। সৌদি লিগে আল হিলালের হয়ে খেলছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা। যদিও ইনজুরির জন্য নিয়মিত খেলতে পারছেন না। না খেললেও ব্রাজিলিয়ান তারকা বিশ্বাস করেন, সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন হবে রোমাঞ্চকর।

ads

আল হিলাল ক্লাবের ভিডিও বার্তায় বলেন, ‘সৌদি আরবে বিশ্বকাপ হলে আমি খুশি হব। আমি মনে করি, বিশ্বকাপটি সবার জন্য খুব রোমাঞ্চকর হবে। বিশ্বকাপের আয়োজক হলে সারা বিশ্বের মানুষ দেশটির সংস্কৃতি, শিল্প, জনগণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সৌদি আরব বিশ্বকাপের আয়োজক হওয়ার যোগ্যতা রাখে।

’ ২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজন করতে সৌদি আরবের পাশাপাশি অস্ট্রেলিয়াও আগ্রহ প্রকাশ করেছিল। পরে নাম প্রত্যাহার করে নেয় ট্রান্স তাসমান দেশটি।
ফলে এখন পর্যন্ত আর কোনো দেশের নাম শোনা যাচ্ছে না আয়োজক হওয়ার লড়াইয়ে। ২০২৬ সাল থেকে ৪৮টি দেশ বিশ্বকাপে খেলবে। পরের বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

ads

২০৩০ সালের আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন।

ad

পাঠকের মতামত