নিরাপদে থেকে রাশিয়ার সঙ্গে পথ চলতে চায় বাংলাদেশ
নিউজ ডেস্ক: স্যাংশন রেজিমের ভেতর দিয়ে রাশিয়াকে যতটুকু সহায়তা করা যায়, তা করতে রাজি আছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাতে এলে এ বার্তা দেয় ঢাকা।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি রাষ্ট্রদূতকে বলেছি, যেহেতু রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে; আমাদের যে অবস্থান আমরা তো যুদ্ধ করতে যাব না কারও সঙ্গে, পারবোও না। কাজেই আমাদের যেটা করতে হবে, সেটা হলো স্যাংশন রেজিমের ভেতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, সেটুকু করব। তবে আমাদের নিরাপদ পথে চলতে হবে, আমরা এটা করতে পারি।
মুক্তিযুদ্ধে মস্কোর অবদানের কথা স্মরণ করেন উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, রাশিয়া আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরাট সহায়তা দিয়েছে। না হলে ইতিহাস অন্য রকম হতে পারত, তারা যদি আমাদের পক্ষে তিনটা ভেটো না দিত…। কাজেই সেই কৃতজ্ঞতা আমাদের আছে। তোমাদের (রাষ্ট্রদূতকে উপদেষ্টা) অবদান নিয়ে কোনো সন্দেহ নাই। তাদের শ্রদ্ধা করি, বন্ধু মনে করি।
রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা হয়েছে। এটা কাজ চালুর রাখার ব্যাপারে যে সহযোগিতা লাগে সেটা আমরা করব।