51966

‘অবসরের পর রোনালদো ভালো কোচ হবেন’

স্পোর্টস ডেস্ক: স্পেন, ইতালি এবং ইংল্যান্ডের ক্লাব ফুটবল জয়ের পর এখন সৌদি আরব মাতাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার ফুটবল প্রতিভায় মুগ্ধ পুরোবিশ্ব। বুটজোড়া তুলে রাখার পর ভালো ম্যানেজার হবেন, বিশ্বাস তার সাবেক সতীর্থ ফ্রান্সের সাবেক লুইস সাহারের।

রোনালদোকে নিয়ে সাহা বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর ভালো কোচ হওয়ার সামর্থ্য রয়েছে, তার মধ্যে সে ধরনের শক্তি এবং প্যাশন রয়েছে। তার মধ্যে ডিয়েগো সিমিওনের মতো হওয়ার ইচ্ছা এবং জিনেদিন জিদানের মতো বিশ্বাস যোগ্যতা রয়েছে।’

ads

‘তার মধ্যে হোসে মরিনহোর অধীনে কাজ করার অভিজ্ঞতা, কার্লো আনেচেলত্তি এবং স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে, যা সবমিলিয়ে অসাধারণ। এটা শুধু ফুটবলের বিষয় নয়, তিনি একজন ম্যানেজার, একজন ক্লাবের সভাপতি হতে পারেন। তিনি যা করে চলেছেন তা প্রশংসনীয়, তিনি এমন একজন মানুষ যিনি অন্যের মতো ভুল করেন, কিন্তু তিনি কখনও কঠোর পরিশ্রম বন্ধ করেন না।’

‘রোনালদোর যা যা প্রমাণ করা প্রয়োজন তার সবকিছু করেছেন, এখন তার কোনো কিছু করতে বাধা নেই। সাধারণভাবে তিনি স্পোর্টসের অ্যাম্বাসেডর, তিনি যে পরিমাণ ত্যাগ করেছেন তা অন্যকেউ করেনি। তাকে সম্মান করি, তার সঙ্গে খেলেছি এজন্য নয়, খেলার জন্য যা করেছে সেটির জন্য।’

ads
ad

পাঠকের মতামত