
মোদিকে যে কারণে শাহরুখ খানের সঙ্গে তুলনা করলেন রণবীর
বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম মেগাস্টার শাহরুখ খান। অভিনয়ের বাইরে উপস্থাপনাতেও তিনি সিদ্ধহস্ত। অনর্গল এবং গুছিয়ে কথা বলে মানুষকে মুগ্ধ করার মতো দারুণ ক্ষমতা তার মধ্যে আছে। একই গুণ থাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শাহরুখের সঙ্গে তুলনা করলেন আরেক তারকা রণবীর কাপুর।
সম্প্রতি এক পটকাস্টে উদ্যোক্তা নিখিল কামাথের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন রণবীর। রাজনীতি থেকে চলচ্চিত্র নানা জগৎ নিয়ে আলোচনাও করেন। রাজনীতিতে তিনি আসবেন কি না, সেই বিষয় নিয়েও মুখ খোলেন। পাশাপাশি মোদির কথা বলার দক্ষতার প্রশংসা করেন। যে দক্ষতা রয়েছে শাহরুখের।
নিখিল কামাথের সঙ্গে কথোপকথনের সময় রণবীর কাপুর রাজনীতি সম্পর্কে তার কী মত তা জানান। অভিনেতা জানান, তিনি খুব বেশি চিন্তা করেন না রাজনীতি নিয়ে। ভবিষতে রাজনীতি আসবেন কি না, সে ব্যাপার নিয়েও কিছু ভাবেননি। তবে আপাতত তিনি রাজনতিতে আসতে চান না।
কিন্তু চার থেকে পাঁচ বছর আগে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি বৈঠকের কথা উল্লেখ করেন নায়ক। যেখানে অভিনেতা এবং পরিচালকরা উপস্থিত ছিলেন। এ নিয়ে কথা বলতে গিয়ে রণবীর জানান, মোদিকে টেলিভিশনে দেখেই তিনি তার কথা বলার দক্ষতায় মুগ্ধ হন। বলেন, মোদির কথার মধ্যে এমনই এক বিষয় রয়েছে, যা সবার উপর ছাপ ফেলে।
রণবীর সেই মিটিংয়ে মোদির প্রবেশের মুহূর্তটিরও উল্লেখ করেন। তিনি জানান, সেই মুহূর্তের মধ্যে যে একটা চৌম্বকীয় আকর্ষণ ছিল। রণবীর আরও জানান, মোদি মিটিংয়ে উপস্থিত সবারর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন। তিনি রণবীরের বাবার চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন এবং আলিয়া ভাট, ভিকি কৌশল এবং করণ জোহরের সঙ্গেও কথা বলেন। রণবীরের মতে, তিনি যে সবার প্রতি সমান আচরণ করেন এর থেকেই তা স্পষ্ট।
মোদি প্রসঙ্গে রণবীর বলেন, ‘এই ধরনের ব্যবহার আপনি মহান ব্যক্তিদের মধ্যেই দেখতে পাবেন। তাদের এই ধরনের কাজের জন্য প্রচেষ্টা করার কোনো দরকার হয় না, তারা যা করেন নিজে থেকেই করেন। ঠিক যেমন করেন শাহরুখ খান। তাদের মতো এমন অনেক মহান ব্যক্তি রয়েছেন।’