51771

মা হারালেন ফারাহ খান

বিনোদন ডেস্ক: মা হারালেন চলচ্চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান ও তার ভাই টেলিভিশন উপস্থাপক ও পরিচালক সাজিদ খান। শুক্রবার (২৬ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাদের মা মেনকা ইরানি। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তার মৃত্যুর খবরটি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন (কেআরকে) ওরফে কমল আর খান।

কয়েকদিন আগেই ফারাহ একটি ইনস্টাগ্রাম পোস্টে ভাগ করে নিয়েছিলেন যে, তার মায়ের একাধিক অস্ত্রোপচার হয়েছে। ১২ জুলাই মায়ের জন্মদিনে একটি আন্তরিক নোট লিখেছিলেন তিনি। যেখানে তিনি জানিয়েছিলেন, কীভাবে মা-ই ছিল তার শক্তির উৎস। তার ২ সপ্তাহের মাঝেই মাকে হারালেন ফারাহ ও সাজিদ খান।

ads

বাবাকে অনেক আগেই হারিয়েছিলেন সাজিদ এবং ফারাহ। তাদের বাবা কামরান খান একজন অভিনেতা, প্রযোজক এবং পরিচালক ছিলেন।

ads
ad

পাঠকের মতামত