51744

উপজেলা পরিষদ এসোসিয়েশন কুমিল্লার সভাপতি ইউনুস ভূইয়া ও সম্পাদক টুটুল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে লাকসাম উপজেলা পরিষদের তিনবারের চেয়ারম্যান এড. মো.ইউনুস ভূইয়া সভাপতি ও আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। আজ রবিবার ( ১৪ জুলাই) কুমিল্লা ক্লাব মিলনায়তনে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় এ নতুন কমিটি গঠন করা হয়। এসময় কুমিল্লা জেলার প্রায় সকল উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। পূর্ণাঙ্গ কমিটির তালিকা আগামী এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে ।

লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো. ইউনুস ভূইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান
মেজর মো. আলী সুমন, মেঘনা উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, মনোহরগন্জ উপজেলা চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী, হোমনা উপজেলা চেয়ারম্যান রেহেনা আক্তার মজিদ সহবেশ কয়েকজন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ ।

ads
ad

পাঠকের মতামত