
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ফেরাতে চান যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া ডেভিড ল্যামি ইউরোপীয় ইউনিয়নের একাদিক দেশ সফর করেছেন। খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি জার্মান, পোল্যান্ড এবং ন্যাটের নতুন সদস্য সুইডেন সফরে যান। খবর বিবিসি
এই তিন দেশে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সফরের কারণ হিসেবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে জার্মান, পোল্যান্ড ও সুইডেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ads
ল্যামি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমরা আবারও সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই। তবে কীভাবে সম্পর্ক পুনঃস্থাপন করা হবে সে সম্পর্কে লেবার পার্টির এই নেতা স্পষ্ট কোনো বার্তা দেননি।
যুক্তরাজ্যের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ১৮ জুলাই ইউরোপীয়ান নেতারা ব্লেনহেইম প্রাসাদ জড়ো হবেন। সেখানেই সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে আলোচনা হবে।
ads