
শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
নিউজ ডেস্ক: কুমিল্লা অঞ্চলের আওতাধীন ৪ জেলার ২৩টি কলেজ নিয়ে ২০২২-২৩ এর শ্রেষ্ঠ সরকারি কলেজ ও টিটিসি কলেজ সমূহে র্যাংকিং ঘোষণা করা হয়েছে। ৩১টি সূচকের উপর ভিত্তি করে প্রকাশিত র্যাংকিংয়ে শ্রেষ্ঠ কলেজের গৌরব অর্জন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাথে যৌথভাবে প্রথম স্থান অর্জনের কৃতিত্ব অর্জন করেছে চাঁদপুর সরকারি কলেজ।
সোমবার (২৪ জুন) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (কান্দিরপাড়) এর উচ্চ মাধ্যমিক শাখায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খানের হাতে এ ফলাফল তুলে দেন কুমিল্লা অঞ্চলের মাউশি পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের ২৩টি সরকারি কলেজের প্রিন্সিপাল এবং কলেজের গুরুত্বপূর্ণ অন্যান্য শিক্ষকরা।
এর আগে ২০১৭ সালে চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ কলেজ এবং ২০২২ সালেও ৪ জেলার ২৩টি সরকারি কলেজ ও টিটিসি কলেজ সমূহের মধ্যে প্রথম স্থানের কৃতিত্ব অর্জন করে প্রাচীন এ শিক্ষা প্রতিষ্ঠান।
সূচকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ১০০ নম্বরের মূল্যায়নে সর্বোচ্চ ৯৩ নম্বর পেয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের এই কীর্তি গড়ে। ভিক্টোরিয়া কলেজের সমান নম্বর পেয়ে যৌথভাবে প্রথম স্থান অর্জন করে চাঁদপুর সরকারি কলেজ।
এছাড়া ৮৬ নম্বর পেয়ে ২য় স্থানে আছে কুমিল্লা সরকারি কলেজ, ৮২ নম্বর পেয়ে ৩য় স্থানে আছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এবং লক্ষ্মীপুর সরকারি কলেজ। ৮০ নম্বর পেয়ে ৪র্থ স্থানে আছে কুমিল্লা সরকারি মহিলা কলেজ, ৭৮ নম্বর পেয়ে ৫ম স্থানে আছে গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ, ৭৪ নম্বর পেয়ে ৬ষ্ঠ স্থানে আছে চিওড়া সরকারি কলেজ, ৭১ নম্বর পেয়ে ৭ম স্থানে আছে চৌদ্দগ্রাম সরকারি কলেজ, ৭৯ নম্বর পেয়ে ৮ম স্থানে আছে কুমিল্লা সরকারি সিটি কলেজ, ৬১ নম্বর পেয়ে ৯ম স্থানে আছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ৬০ নম্বর পেয়ে ১০ম স্থানে আছে চাঁদপুর সরকারি মহিলা কলেজ, হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজ ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ, ৫৬ নম্বর পেয়ে একাদশ স্থানে আছে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ, ৫০ নম্বর পেয়ে দ্বাদশ স্থানে আছে রামগঞ্জ সরকারি কলেজ, ৪১ নম্বর পেয়ে ত্রয়োদশ স্থানে আছে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ, ৩৪ নম্বর পেয়ে চতুর্দশ স্থানে আছে রায়পুর সরকারি কলেজ, ৩১ নম্বর পেয়ে পঞ্চদশ স্থানে আছে নবীনগর সরকারি কলেজ, ২১ নম্বর পেয়ে ষোড়শ স্থানে আছে আ.স.ম আব্দুর রব সরকারি কলেজ, ১১ নম্বর পেয়ে সপ্তদশ স্থানে আছে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ এবং ৭ নম্বর পেয়ে অষ্টাদশ স্থানে আছে নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ।
প্রতি বছর ৩১টি সূচকের উপর ভিত্তি করে এ ফলাফল প্রকাশ করা হয়। সূচকে দেখা হয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, মানসম্মত একাডেমিক কার্যক্রম, শিক্ষকদের মান, পরীক্ষার ফল, তথ্যপ্রযুক্তি সহায়তা, অবকাঠামো উন্নয়ন, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও স্বচ্ছতা, মানব সম্পদ তৈরীর লক্ষ্যে সৃজনশীল ও কল্যানমুখী কার্যক্রমসহ বিভিন্ন বিষয়। সবকিছু বিবেচনা করে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে কুমিল্লা অঞ্চলের মাউশি পরিচালক। গত (২৩ জুন) রবিবার কুমিল্লা অঞ্চলের মাউশি পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী ও সহকারী পরিচালক (কলেজ) মুহাম্মদ হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চলতি বছর (২০২২-২৩) এর বার্ষিক ফলাফল ঘোষণা করা হয়।
শ্রেষ্ঠ স্থান অর্জনের বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, এই সাফল্যে আমি আনন্দিত। আমি অধ্যক্ষ হওয়ার পর এই নিয়ে ২য় বার ভিক্টোরিয়া কলেজ প্রথম স্থান অর্জন করেছে। কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী সকলের যৌথ প্রচেষ্টার ফলাফল আজকের এই স্বীকৃতি। শ্রেষ্ঠ হওয়ার এই ধারা সামনেও চলমান রাখার জন্য আমরা চেষ্টা করবো।