
বরুড়ায় নতুন কারিকুলাম ও স্কিমের আওতায় শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণের সমাপ্তি
বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় মাধ্যমিক স্তরের শিক্ষদের দুটি বিষয়ের উপর ৪দিন ও ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি গতকাল শুক্রবার শেষ হয়েছে।
ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় জীবন জীবিকা অকুপেশনাল স্কিল কোর্স ও ডিজিটাল প্রযুক্তির প্রোগ্রামিং এন্ড নেটওয়ার্কিং এর এ দুটি বিষয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ প্রশিক্ষন কর্মশালা বাস্তবায়ন করেন সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) মাউসি)। উপজেলার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন শুরু হয় ১০ জুন তার মধ্যে ৪দিনের ডিজিটাল প্রযুক্তি প্রশিক্ষণ শেষ হয় ১৩ই জুন আর ৫ দিন ব্যাপী জীবন ও জীবিকা প্রশিক্ষণ শেষ হয় ১৪ জুন শুক্রবার। প্রশিক্ষণে উপজেলার উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার ১শ ৪৬ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। দুটি বিষয়ে মোট ০৮ জন প্রশিক্ষক তাদের প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের কোর্স কোডিনেটর ছিলেন বরুড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার আছিয়া খাতুন ও বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন।
বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা বলেন, ২ বিষয়ের প্রশিক্ষণ সফলভাবে শেষ হয়েছে। আগামী অর্থবছরের অন্য বিষয়ের প্রশিক্ষণ গুলির প্রশিক্ষণ পর্যায়ক্রমে হবে।