51219

কুমিল্লায় ৫২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক: ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কুমিল্লা জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১১টায় কোতয়ালী মডেল থানার ৫নং পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চাঁনপুর থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার কোতয়ালী থানার ডুমুরিয়া চাঁনপুর এলাকার আইয়ুব আলীর ছেলে মোঃ মামুন মিয়া (৫২) ও ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কুচোরী এলাকার মৃত ফাইজুল মিতার ছেলে মোঃ সুজন মিয়া (৩৩)।

ads

ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়া এ বিষয়ে জানান, এসপি আবদুল মান্নান স্যারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছি। তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। উক্ত ঘটনায় কুমিল্লা কোতয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত